জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগীতশিল্পী ও কলাকুশলীদের অধিকার আদায়ে সরব হয়েছেন। গত ২৬ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও সংগীতের সাথে জড়িত ব্যক্তিরা বিএফডিসিতে এখনো অবহেলিত। গান সংশ্লিষ্ট শিল্পী, গীতিকার ও সুরকাররা প্রাতিষ্ঠানিক মূল্যায়নে যথাযথ গুরুত্ব পাচ্ছেন না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ন্যানসি তাঁর আবেদনে বিশেষভাবে বিএফডিসিতে সংগীত সংশ্লিষ্ট কলাকুশলীদের জন্য সম্মানজনক সুযোগ-সুবিধার দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, কাজের ফাঁকে বসার ব্যবস্থা, বিশ্রাম নেওয়ার জায়গা কিংবা রিফ্রেশমেন্টের মতো মৌলিক সুবিধাগুলো থেকেও তাঁরা বঞ্চিত। চলচ্চিত্র শিল্পের পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে তাঁদের স্বীকৃতি দেওয়া এবং একটি পেশাদার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে তিনি মনে করেন।

এই দাবিটি কেবল তাঁর একার নয়, বরং চলচ্চিত্রের সাথে যুক্ত সকল সংগীতকর্মীর পক্ষ থেকে করা হয়েছে বলে ন্যানসি স্পষ্ট করেন। তিনি বিশ্বাস করেন, কাজের সঠিক স্বীকৃতি এবং প্রাপ্য সুবিধা প্রদান করা হলে তা সামগ্রিকভাবে চলচ্চিত্র শিল্পের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে। শিল্পীদের এই ন্যায়সঙ্গত দাবি পূরণে মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপই এখন সবার কাম্য।