একদিকে দেশের বিভিন্ন স্থানে সিনেমা হল বন্ধ হচ্ছে, অন্যদিকে নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ করে নতুন আশা জাগাচ্ছে স্টার সিনেপ্লেক্স। জানা গেছে, চলতি বছর ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও বগুড়ায় তিনটি নতুন মাল্টিপ্লেক্স চালু করার প্রস্তুতি চলছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ার দুটি মাল্টিপ্লেক্স নির্মাণ করছে স্টার সিনেপ্লেক্স। নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে প্রতিষ্ঠিত শাখাটি আগামী ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনায় রয়েছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ারে নির্মাণকাজ চলছে, ঈদুল ফিতরেই উদ্বোধনের লক্ষ্য রাখা হয়েছে। এখানে তিনটি হলে ছবি প্রদর্শিত হবে।

তিনি আরও জানান, বগুড়ার পুলিশ প্লাজায় প্রতিষ্ঠিত শাখার কাজও এগোচ্ছে। সেখানে থাকবে দুটি হল। সেটিও চলতি বছরের মধ্যেই চালু করা হবে।

তার ভাষায়, স্টার সিনেপ্লেক্স আগেই ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছে। নারায়ণগঞ্জ ও বগুড়ার কাজ শুরু হয়েছিল বেশ আগে, তবে শেষ করতে কিছুটা সময় লেগেছে। প্রথমে বড় শহরগুলোকে অগ্রাধিকার দেওয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও মাল্টিপ্লেক্স সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্সের কাজও প্রায় শেষ পর্যায়ে। মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, প্রায় ৯০ শতাংশ কাজ শেষ এবং আগামী ঈদুল আজহায় চালু করার লক্ষ্য রাখা হয়েছে।