সংগীতশিল্পী দিলশাদ নাহার কণার নতুন গান ‘মেহেন্দি’ এখন ইন্টারনেটে বেশ জনপ্রিয়। তবে এই গানের উন্মাদনা কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, তা পৌঁছে গেছে সুদূর বলিউডেও। সম্প্রতি এই গানের তালে নেচে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি।

সুরকার ও সংগীতশিল্পী সানজয়ের করা এই গানে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। সম্প্রতি সানজয় তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায় নোরা ফাতেহি ‘মেহেন্দি’ গানের তালে বেশ ফুরফুরে মেজাজে নাচছেন। ভিডিওতে সানজয় নিজেও নোরাকে নাচে যোগ্য সঙ্গ দিয়েছেন। ভিডিওটি পোস্ট করার মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ১০ হাজারের বেশি লাইক ও ইতিবাচক প্রতিক্রিয়া জমা হয়।

নোরা ফাতেহি নিজেও সেই ভিডিওর কমেন্ট বক্সে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের ভালো লাগা প্রকাশ করেছেন। ভক্তরা নোরার এই স্বতঃস্ফূর্ত নাচে মুগ্ধ হয়ে নানা মন্তব্য করছেন। অনেকে লিখেছেন, বাংলাদেশের গানে নোরাকে নাচতে দেখাটা তাঁদের জন্য এক দারুণ চমক।

গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মেহেন্দি’ গানটির মিউজিক ভিডিও ইতোমধ্যেই ৪২ লাখের বেশি ভিউ পেয়েছে। কণা ও নিশের গায়কী এবং সানজয়ের আধুনিক সংগীতায়োজন গানটিকে দ্রুত শ্রোতাপ্রিয় করে তুলেছে। নোরা ফাতেহির এই নাচের ভিডিওটি এখন সেই জনপ্রিয়তাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে।