প্রকাশ্যে এল ‘কুলি’ ছবিতে শ্রুতি হাসানের নতুন লুক, আর তাতেই যেন শোরগোল পড়ে গেছে দর্শকমহলে। চোখে আতঙ্কের ছায়া, মুখে একরাশ দৃঢ়তা, আর কণ্ঠে চাপা যন্ত্রণা—এই চরিত্রে শ্রুতি যেন এক আবেগঘন জার্নির মধ্য দিয়ে পাড়ি দিচ্ছেন। গোল্ড স্মাগলিং আর হাই-অক্টেন অ্যাকশনের গল্পে, তিনি হয়ে উঠেছেন এক অনন্য আবেগের কেন্দ্রবিন্দু।
লোকেশ কানাগরাজ পরিচালিত এই মাসি সিনেমায় রয়েছেন রাজিনীকান্ত, আমির খান ও নাগার্জুনার মতো সুপারস্টাররা। তবুও শ্রুতির সংযত অথচ তীব্র উপস্থিতি যেন আলাদা ভাবে দর্শকদের নজর কেড়েছে। সাম্প্রতিক ট্রেলারে তাঁর চরিত্র যে গল্পে বড় মোড় আনবে, সেই ইঙ্গিত স্পষ্ট।
ভক্তদের মতে, শ্রুতি এই ছবির "ইমোশনাল অ্যাংকর"—অর্থাৎ আবেগের মেরুদণ্ড। কেউ মন্তব্য করেছেন, “মাস এন্টারটেইনমেন্ট আর ইমোশনের এমন সমন্বয় বহুদিন পর দেখা গেল।” আর কেউ লিখেছেন, “শ্রুতির এই রূপ পুরো ছবির মেজাজটাই পাল্টে দেবে।”
‘কুলি’ মুক্তি পাচ্ছে ১৪ অগাস্ট। তার আগেই শ্রুতির এই নতুন অবতার ঘিরে উত্তেজনা তুঙ্গে। ছবির অ্যাকশন হয়তো কাঁপাবে থিয়েটার, কিন্তু শ্রুতির অভিনয় নিঃসন্দেহে ছুঁয়ে যাবে দর্শকের মন।