বলিউডের আলোচিত অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং তার প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তবে এই গুঞ্জনের মাঝেই ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী তার বন্ধু ওরহান অবাত্রামণি ওরফে ওরিকে 'স্বামী' বলে পরিচয় দিয়ে সবাইকে চমকে দিয়েছেন।
জাহ্নবী জানান, এটি আসলে একটি মজার ঘটনা। বিদেশে গেলে অনেক ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পান তিনি। একবার লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। একের পর এক ওয়েটার এসে তাকে ফোন নম্বর দিচ্ছিল।
তখন পাশে বসে থাকা ওরিকে দেখিয়ে জাহ্নবী বলেন, "আমি তখন ওরিকে দেখিয়ে বলি, উনি আমার স্বামী।"
ওরি বলিউডের একটি পরিচিত মুখ হলেও তার পেশা সম্পর্কে অনেকেই জানেন না। তিনি জাহ্নবীর পরিবারের ঘনিষ্ঠ বন্ধু। তবে ওরি বরাবরই নিজেকে সমকামী বলে পরিচয় দেন।
অন্যদিকে, জাহ্নবী তার প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে আবারও ঘনিষ্ঠ হয়েছেন বলে জানা যায়। সম্প্রতি জাহ্নবীকে একটি বিশেষ হার পরতে দেখা গেছে, যেখানে শিখরের নাম লেখা ছিল। এই ঘটনা থেকে বোঝা যায়, তাদের সম্পর্ক এখন আরও গভীর হয়েছে।