বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি পার্কিং সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে খুন হয়েছেন। দিল্লির নিজামউদ্দিন এলাকায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, আসিফের বাড়ির গেটের সামনে প্রতিবেশী এক যুবক স্কুটার পার্ক করছিলেন। সেখানে গাড়ি পার্ক করা যাবে না বলে আসিফ তাকে বাধা দেন। এরপর তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে ওই যুবক ও তার ভাই মিলিয়ে আসিফকে ছুরিকাঘাত করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় জড়িত দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা আসিফের বাড়ির আশেপাশেই থাকতেন।

আসিফের স্ত্রী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বাড়ির বাইরে স্কুটার পার্কিং নিয়ে ঝগড়া হয়, এরপর দুই ভাই এসে আসিফকে ছুরি মেরে আহত করে।’

হুমার বাবা ও আসিফের চাচা সেলিম কুরেশি বলেন, ‘দুই যুবক আমাদের বাড়ির সামনে স্কুটার রাখছিল। সেখানে গাড়ি পার্ক করা চলবে না বলে আসিফ তাদের নিষেধ করে। এরপর তর্ক-বিতর্কের পর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং আসিফকে খুন করে।

দিল্লি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত এখনো চলছে।

এ বিষয়ে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।