নির্মাতা প্রয়াগরাজের পরিচালনায় মুক্তির অপেক্ষায় থাকা বলিউড ছবি ‘পতি পত্নী অউর ওহ’ সিক্যুয়েল শুটিং চলাকালীন একাধিক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কখনও নায়ক আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানের মধ্যে কথাকাটাকাটির দৃশ্য, আবার কখনও শুটিংয়ের স্থানীয়দের সঙ্গে কলাকুশলীদের বাগবিতণ্ডার মুহূর্ত ধরা পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, শুটিং দেখতে ভিড় জমান স্থানীয় মানুষজন। এমন সময়ে পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে গেলে, মারধর, চুল টানা এবং হেঁচড়া পর্যন্ত ঘটনাটি পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ কর্মকর্তা এবং কিছু মানুষ এগিয়ে আসেন।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে থাকা আয়ুষ্মান ও সারা-র মধ্যে ব্যক্তিগতভাবে তর্ক শুরু হয়। রাগের এক পর্যায়ে আয়ুষ্মান সারা-কে জবাব দিচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে সারা গাড়ি থেকে নেমে যান। তবে এই দৃশ্য আসল ঘটনা নাকি শুটিংয়ের অংশ, তা নিয়ে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পতি পত্নী অউর ওহ’ ছবির সিক্যুয়েলে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের পাশাপাশি দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে-কে। তবে এই অনভিপ্রেত ঘটনার বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।