সম্পর্ক এবং বিচ্ছেদ এই দুই বিষয় নিয়ে সবসময়ই আগ্রহ থাকে মানুষের। সম্প্রতি বলিউড অভিনেত্রী সারা আলি খান ও নীনা গুপ্তার মতো তারকারা আধুনিক সম্পর্কের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে অনুরাগ বসুর ছবি 'মেট্রো ইন দিনো', যেখানে বিভিন্ন ধরনের সম্পর্কের গল্প দেখানো হয়েছে। ছবির অভিনেতা-অভিনেত্রীরা  সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রয় কপূর, অনুপম খের এবং নীনা গুপ্ত একটি আলোচনাসভায় উপস্থিত ছিলেন। সেখানেই প্রাক্তনদের সঙ্গে বন্ধুত্ব রাখা এবং 'প্রতিশ্রুতিহীন' সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

সারা আলি খান জানান, তার প্রাক্তন প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে তার কোনো সমস্যা নেই। তবে যখন 'প্রতিশ্রুতিহীন' সম্পর্কের কথা আসে, তখন পঙ্কজ ত্রিপাঠী মজাদার মন্তব্য করেন। তিনি বলেন, "সম্পর্ক আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি খোলা রাখা যায়? আমরা কি ব্যাঙ্কের ওটিপি অন্য কাউকে দিয়ে দিই?" তার এই মন্তব্যে সবাই হেসে ওঠেন।

এই আলোচনা থেকে বোঝা যায় যে, আধুনিক যুগে সম্পর্কের সংজ্ঞা বদলে গেলেও, কিছু চিরায়ত ভাবনা এখনও রয়ে গেছে, যা পুরনো প্রজন্মের তারকাদের মন্তব্যে উঠে এসেছে।