প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলে এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এই হাইভোল্টেজ সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাচ্ছে চরকি এবং হইচই-তে। ভক্ত-দর্শকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সিনেমাটি পৌঁছাতে চলেছে ঘরে ঘরে, দেশ ছাড়িয়ে বিদেশের বাংলা ভাষাভাষীদের কাছেও।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। তবে ‘তাণ্ডব’-এর বিশেষ আকর্ষণ হলো এক ঝাঁক তারকার একসঙ্গে পর্দায় উপস্থিতি। অতিথি চরিত্রে আছে জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও সিয়াম আহমেদকে। এ ছাড়া দীর্ঘদিন পর শাকিবের সঙ্গে বড় পর্দায় ফিরছেন জয়া আহসান। আর এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে অভিষেক হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর–এর।
গল্পে রয়েছে রাজনীতি, অপরাধ, রহস্য আর টানটান উত্তেজনা। শুধু তারকাবহুল না, সিনেমাটির গল্প ও নির্মাণশৈলীও এর দর্শকপ্রিয়তার অন্যতম কারণ। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে এটি নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। এখন ওটিটিতে মুক্তি পেলে নতুন করে ঝড় তুলবে বলে ধারণা করা হচ্ছে।
চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণায় জানানো হয়েছে, “দেশ–বিদেশে আবারও ঘনিয়ে আসছে ‘তাণ্ডব’। সিনেমা হলের পর এবার চরকিতে তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।”
পরিচালক রায়হান রাফী বলেন, “প্রেক্ষাগৃহে দর্শকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি। এবার যারা প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি, তাঁদের জন্য দারুণ একটা সুযোগ আসছে।”
তিনি আরও বলেন, “ওটিটি প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটি পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা বাংলা ভাষার দর্শকদের কাছে পৌঁছায়। আমরা চাই বাংলা কনটেন্ট আরও বিস্তৃতভাবে বিশ্বমঞ্চে ছড়িয়ে পড়ুক, ‘তাণ্ডব’ সেই চেষ্টারই অংশ।”
এই সিনেমায় আরও রয়েছেন—আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, এ কে আজাদ সেতু, শিবা শানুসহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী।
‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজক হিসেবে আছে চরকি, আর নির্মাণ সহযোগিতায় ছিল দীপ্ত।
আগস্টে চরকিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি—সুনির্দিষ্ট তারিখ শিগগিরই জানানো হবে। তবে এতটুকু নিশ্চিত, ‘তাণ্ডব’ এবারও তুফান তুলবে, ঠিক যেমন গানের লাইনটি বলছে—
“তাণ্ডব যেখানে যায়, তুফান তুলে যায়।”