মডেল-অভিনেত্রী রুচি গুজ্জরের অভিযোগে উত্তাল মুম্বইয়ের সিনেমা মহল। হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’-এর প্রিমিয়ারে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ছবির অন্যতম প্রযোজক মান সিংয়ের দিকে পায়ের স্যান্ডেল ছুঁড়ে তেড়ে যাচ্ছেন রুচি। সঙ্গে ছিল তাঁর সমর্থকদের একটি দল, যাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, মুখে স্লোগান প্রযোজকদের বিরুদ্ধে।


রুচির অভিযোগ, ‘সো লং ভ্যালি’-এর তিন প্রযোজকের মধ্যে করণ সিং চৌহানের সঙ্গে একটি আর্থিক চুক্তি হয়েছিল। তিনি নাকি প্রযোজকদের হাতে তুলে দিয়েছিলেন ২৫ লক্ষ টাকা, টেলিভিশনে একটি শো তৈরি করার শর্তে। কিন্তু সেই চুক্তি ভেঙে সেই অর্থ ব্যবহার করা হয় ‘সো লং ভ্যালি’ ছবির প্রযোজনায়। করণ সেই অর্থ ফেরতও দেননি বলে অভিযোগ।

রুচির আইনজীবী জানিয়েছেন, মুম্বইয়ের আম্বোলি থানায় ইতিমধ্যেই করণের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, করণ এককালীন ২৩ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

ঘটনা নিয়ে মুখ খুলেছেন ছবির প্রযোজক ও কাহিনিকার মান সিং। তিনি রুচির এই আচরণকে ‘পাবলিসিটি স্টান্ট বলে আখ্যা দিয়ে বলেন, “ও ছবির মুক্তি আটকাতে চেয়েছিল। কিন্তু আদালতের অনুমতি অনুযায়ী নির্ধারিত সময়েই ছবি রিলিজ হয়। সেটাই ওর রাগের আসল কারণ।

তবে বিষয়টি এখানেই থেমে নেই। চলচ্চিত্র মহলে এখন মূল প্রশ্ন প্রযোজনা সংক্রান্ত এই আর্থিক লেনদেন কি শুধুই ভুল বোঝাবুঝি, না কি এর পেছনে রয়েছে বড়সড় জালিয়াতি? তদন্তেই মিলবে আসল উত্তর।


এর আগে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় গলায় প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে হেঁটে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।