দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার অভিনয় করতে যাচ্ছেন ‘রাগিনী এমএমএস থ্রি’ সিনেমায়। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে ছিলেন সানি লিওন। এবার প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এই সিনেমায় অভিনয় করবেন তামান্না।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, একতা কাপুর দীর্ঘদিন ধরেই ‘রাগিনী এমএমএস থ্রি’ নির্মাণের পরিকল্পনা করছিলেন। অবশেষে চলতি বছর গল্প পছন্দ হওয়ায় তিনি এর কাজ শুরু করেছেন। আগের দুটি কিস্তির মতোই এই ছবিটিও ভৌতিক আবহের মধ্যে উষ্ণতা ছড়াবে।

এই সিরিজের প্রথম সিনেমা ‘রাগিনী এমএমএস’ ২০১১ সালে মুক্তি পেয়েছিল। এরপর ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে নির্মিত ‘রাগিনী এমএমএস ২’ সে সময় ব্যাপক আলোচনা তৈরি করেছিল। জানা গেছে, সম্প্রতি পরিচালক একতা কাপুর তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন এবং ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন।

এর আগে তামান্না এমন ভৌতিক-ইরোটিক ঘরানার সিনেমায় অভিনয় করেননি। ফলে এই ছবিটি দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে থাকবে।