উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান প্রথমবারের মতো একটি মৌলিক বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। 'তুমি আমার প্রেম পিয়াসা' শিরোনামের এই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রবাসী বাঙালি শিল্পী রুবাইয়াত জাহান। এই গানটি সংগীতপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হতে যাচ্ছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের কথায় এবং সংগীত পরিচালক রাজা কাশেফের সুর ও সংগীতে গানটির ভিডিও লন্ডনে চিত্রায়িত হয়েছে। ভিডিওতে রাহাত ফতেহ আলী খান নিজেও অংশ নিয়েছেন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন

রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ পেয়ে রুবাইয়াত জাহান উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, লন্ডনে তাদের প্রথম দেখা হলে রাহাত ফতেহ আলী খান বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা জানান। তখনই রাজা কাশেফ তাকে এই গানটি গাওয়ার প্রস্তাব দেন এবং তিনি সানন্দে রাজি হয়ে যান।

রুবাইয়াত আরও বলেন, "গানটিতে কণ্ঠ দেওয়ার সময় তিনি বারবার বলছিলেন যে গানটির কথা, সুর ও সংগীত তার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হলো আমি আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন।" তিনি আশা করছেন, শ্রোতাদের গানটি ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে যে আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। এছাড়াও গানটি দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্ম যেমন স্বাধীন মিউজিক, স্পটিফাই, এবং অ্যাপেল মিউজিক-এ শোনা যাবে।