রাজনীতির জগতে এক বছর পার করে এবার আবারও অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন কঙ্গনা রানাউত। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে মান্ডির সাংসদ হলেও, রাজনীতির জটিলতা ও কাজের চাপ নিয়ে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, কঙ্গনা তার কিছু জনপ্রিয় সিনেমার সিকুয়েল দিয়ে পর্দায় ফিরতে চলেছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নভেম্বরে শুরু হতে চলেছে তার সুপারহিট সিনেমা ‘কুইন’-এর সিকুয়েল ‘কুইন ২’-এর শুটিং। ছবির চিত্রনাট্য তৈরি, এবং এর শুটিং হবে ভারত ও লন্ডনে।
এ ছাড়া, কঙ্গনা তার আরেকটি জনপ্রিয় সিরিজ ‘তনু ওয়েডস মনু’-এর তৃতীয় কিস্তির জন্যও প্রস্তুতি নিচ্ছেন। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। জানা গেছে, ২০২৬ সালে এই ছবির শুটিং শুরু হবে। ‘কুইন ২’-এর কাজ শেষ হওয়ার পরই আনন্দ এল রাই পরিচালিত এই ছবির কাজ শুরু করবেন কঙ্গনা।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়লাভের পর থেকেই কঙ্গনা একাধিকবার রাজনীতির প্রতি তার হতাশার কথা জানিয়েছেন। তার ভাষ্যমতে, সাধারণ মানুষ নর্দমা পরিষ্কার বা রাস্তা সংস্কারের মতো ছোটখাটো সমস্যা নিয়ে তার কাছে আসছেন, যা তার প্রত্যাশার বাইরে ছিল। রাজনীতির আর্থিক দিক নিয়েও তিনি অসন্তুষ্ট। এসব কারণে তিনি বুঝতে পেরেছেন যে রাজনীতি নয়, অভিনয়ই তার আসল জায়গা।