বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন থ্রি’-তে নতুন চমক নিয়ে আসছেন অভিনেতা রণবীর সিং। শোনা যাচ্ছে, এই ছবিতে তিনি জেমস বন্ডের আদলে এক ভিন্ন রূপে দর্শকদের সামনে ধরা দেবেন।
শুটিংয়ের প্রস্তুতি
অভিনেতা রণবীর সিং আগামী ১৫ অক্টোবর তার নতুন ছবি 'ধুরন্ধর'-এর শুটিং শেষ করবেন। এরপর আগামী জানুয়ারি মাস থেকে ফারহান আখতার পরিচালিত 'ডন থ্রি' ছবির শুটিং শুরু করার কথা রয়েছে। 'ধুরন্ধর'-এর শুটিং শেষ করার পরই তিনি 'ডন থ্রি'-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন। ছবিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কৃতি শ্যাননকে।
'ধুরন্ধর' ছবির শুটিং এখনও পুরোপুরি শেষ হয়নি। রণবীরের অংশের শুটিং শেষ হলেও বাকি কাজ শেষ করতে আরও সময় লাগবে। ছবিটি আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে।