নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনের প্রেম একসময় বলিউডপাড়ায় ব্যাপক আলোচিত ছিল। তবে তাদের সেই ভালোবাসার গল্প শেষ পর্যন্ত পরিণতি পায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম ও সাক্ষাৎকারে উঠে এসেছে এই সম্পর্কের নানা অজানা দিক।

'টিপ টিপ বরসা পানি'-এর মতো গানে অক্ষয় ও রাভিনার রসায়ন এতটাই নিখুঁত ছিল যে, দর্শকরা পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন। 'মোহরা', 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' এবং 'খিলাড়িয়ো কা খিলাড়ি' ছবিগুলোতে তাদের অনস্ক্রিন ঘনিষ্ঠতা সম্পর্কের গভীরতারই প্রতিফলন ছিল।

গোপন বাগদান ও বিচ্ছেদ

জানা যায়, একসময় তারা গোপনে বাগদানও সেরেছিলেন, যেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৯৮ সালে এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, "এটা শুধু একটা বাগদান ছিল, যা পরে ভেঙে যায়। কিন্তু আমরা কখনোই বিয়ে করিনি, এটা দয়া করে জেনে রাখুন।" তার কণ্ঠে সেই সময় এক ধরনের বিষণ্ণতা ছিল।

পরের বছর রাভিনা এক সাক্ষাৎকারে বলেন, অক্ষয়ের 'খিলাড়ি' ইমেজ নষ্ট হওয়ার ভয়ে তারা বাগদানের খবর গোপন রেখেছিলেন। তবে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিল্পা শেঠির সঙ্গে সম্পর্কে জড়িয়ে অক্ষয় রাভিনার সঙ্গে প্রতারণা করেন। তবে শিল্পার সঙ্গেও তার সম্পর্ক বেশিদিন টেকেনি।

টুইঙ্কলের সঙ্গে পরিণয়

রাভিনা ও শিল্পা দু'জনের সঙ্গেই সম্পর্কের পর অবশেষে অক্ষয় কুমার অভিনেত্রী টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন। ২০০১ সালের ১৭ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান আরভ ও নিতারা।