বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার এবং রাভিনা ট্যান্ডনের প্রেমকাহিনি হঠাৎ করেই ভেঙে গিয়েছিল। একসময় তাদের সম্পর্ক নিয়ে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি উত্তাল ছিল। তবে তাদের বিচ্ছেদের কারণ হিসেবে উঠে আসে অভিনেত্রী রেখার নাম।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রেখার সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক গভীর হতে থাকলে রাভিনার সঙ্গে তার সম্পর্কে তিক্ততা শুরু হয়। এমনকি তাদের মধ্যে তীব্র ঝগড়াও হয়েছিল। একসময় এই ঝগড়া সেটের মধ্যেই হাতাহাতির পর্যায়ে চলে যায়। এরপর রাভিনা ক্ষুব্ধ হয়ে সেট ছেড়ে বেরিয়ে যান, যা দেখে পরিচালক ও প্রযোজকসহ সেটের সবাই অবাক হয়ে গিয়েছিলেন।

অক্ষয়ের উপর রাগ করে রাভিনা তার প্রাক্তন প্রেমিক কমল সাদানার কাছে ফিরে গিয়েছিলেন। সে সময় কমল বলেছিলেন, রাভিনা তার খুবই ভালো বন্ধু এবং তার দুঃখ একমাত্র তিনিই বোঝেন। তাই রাভিনা বারবার তার কাছেই ছুটে আসেন।

অক্ষয়-রাভিনার এই অপ্রত্যাশিত পরিণতি বলিউড প্রেমকাহিনির এক আলোচিত অধ্যায় হয়ে রয়েছে।