লোকেশ কানাগারাজের স্বপ্নের প্রজেক্ট বাতিল: রজনীকান্তকে ভিলেন হিসেবে চেয়েছিলেন, তৈরি করলেন ‘কুলি’
১ আগস্ট ২০২৫ | বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় পরিচালক লোকেশ কানাগারাজ এখন ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘কুলি’-র প্রচারণা নিয়ে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সুপারস্টার রজনীকান্ত। তবে এই ‘কুলি’ সিনেমাটি ছিল না লোকেশের রজনীকান্তকে নিয়ে প্রথম পরিকল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক নিজেই প্রকাশ করেছেন তার এক সময়ের ‘ড্রিম প্রজেক্ট’ সম্পর্কে, যেটা শেষমেশ shelve করে দিতে হয়েছিল।

রজনীকান্ত ভিলেন!

লোকেশ কানাগারাজ জানিয়েছেন, তার প্রথম পরিকল্পনায় রজনীকান্তকে দেখা যেত মূল খলনায়ক (ভিলেন) চরিত্রে। এটি ছিল একদম ভিন্নধর্মী গল্প, যেখানে রজনীকান্তের চরিত্র হতো এক স্টাইলিশ, অথচ ভয়ঙ্কর অ্যান্টাগোনিস্ট।

এই চিত্রনাট্য অনুযায়ী, ছবিতে আরও একজন বড় মাপের তারকাকে নায়কের ভূমিকায় দেখা যেত। পরিচালক বলেন, “আমি রজনী স্যারের ক্যারিয়ারে এক অন্য রকম রূপ যোগ করতে চেয়েছিলাম, যা দর্শক আগে কখনও দেখেননি।”

কেনো বাতিল করতে হলো এই প্রজেক্ট?

এই সিনেমার প্রি-প্রোডাকশনেই সময় লেগে যেত প্রায় দুই বছর। লোকেশ বলেন, “রজনী স্যারের সময় অমূল্য। আমি চাইনি উনি এতটা সময় শুধু প্রস্তুতিতে ব্যয় করুন। তাই সম্মান রেখে সিদ্ধান্ত নিই প্রজেক্টটি স্থগিত করার।”

এরপরই লোকেশ নতুন করে লিখে ফেলেন ‘কুলি’, যেখানে রজনীকান্তকে দেখা যাবে এক হিরোইক, অথচ কঠোর ও অ্যাকশন-প্যাকড চরিত্রে।

'কুলি' সম্পর্কে যা জানা গেছে:

  • মুক্তি: ১৪ আগস্ট ২০২৫

  • ভাষা: তামিল (ডাব করা হবে হিন্দি, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায়)

  • পরিচালক: লোকেশ কানাগারাজ

  • প্রযোজক: সান পিকচার্স

  • নায়ক: রজনীকান্ত

  • ভিলেন: নাগার্জুনা (তেলেগুর কিং)

  • বিশেষ চরিত্রে: আমির খান (বলিউড), উপেন্দ্র (কন্নড় ইন্ডাস্ট্রি)

  • নায়িকা: শ্রুতি হাসান

  • সহ-অভিনেতা: সত্যরাজ, সোবিন শাহির

  • সংগীত: অনিরুদ্ধ রাভিচন্দর

  • ছবির ধরন: অ্যাকশন-থ্রিলার

বড় ধামাকা ২ আগস্ট: ট্রেলার লঞ্চ

ছবির অফিসিয়াল ট্রেলার উন্মোচন হবে ২ আগস্ট, এক গ্র্যান্ড লঞ্চ ইভেন্টে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রজনীকান্ত, লোকেশ সহ পুরো টিম।

বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই

‘কুলি’-র মুক্তির দিনেই আসছে বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’, যেখানে অভিনয় করছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআরকিয়ারা আদবানী। ফলে, ১৪ আগস্ট ভারতের বক্স অফিসে হতে যাচ্ছে এক বিশাল লড়াই।

একদিকে লোকেশের shelved ড্রিম প্রজেক্টের আক্ষেপ, অন্যদিকে ‘কুলি’ নিয়ে তুঙ্গে থাকা প্রত্যাশা—সব মিলিয়ে রজনীকান্ত ভক্তদের জন্য ২০২৫ সাল এক রোমাঞ্চকর অধ্যায় হয়ে উঠতে চলেছে।

আরও আপডেট ও এক্সক্লুসিভ নিউজ জানতে চোখ রাখুন আমাদের পাতায়।