সালমানকে নিয়ে ঐশ্বরিয়ার খোলামেলা অভিযোগ

বলিউড সুপারস্টার সালমান খান শুধু পর্দার নায়কই নন, বাস্তব জীবনের প্রেমকাহিনিও সমান আলোচনার বিষয়। তার জীবনে বহু সম্পর্কের গুঞ্জন শোনা গেছে, যেখানে সবচেয়ে আলোচিত নাম দুটি হলো বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফ।

২০০৮ সালে সালমান খানের সঞ্চালিত জনপ্রিয় গেম শো দস কা দম-এ হাজির হন ঐশ্বরিয়া রাই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সাবেক প্রেমিককে নিয়ে প্রকাশ্যে অভিমান প্রকাশ করেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠান চলাকালীন ঐশ্বরিয়া বলেন—
"দেখতে পাই তো আমি, যখনই কোনো অভিনেত্রীকে তুমি আমন্ত্রণ জানাও, কত ফ্লার্ট করো তাদের সঙ্গে।"

ঐশ্বরিয়ার এই মন্তব্যে খান কিছুটা হতবাক হলেও পরে হাসিমুখে বলেন—
"তুমিও এসেছো, এসো, তোমাকেও আমি জড়িয়ে ধরি।"
বলেই মঞ্চে ঐশ্বরিয়াকে আলিঙ্গন করেন।

শুধু ঐশ্বরিয়াই নয়, পরবর্তীতে তার প্রেমিকা ক্যাটরিনা কাইফও একই অভিমান প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন—
"সালমান, তুমি মহিলাদের সঙ্গে ইদানীং খুবই ফ্লার্ট করছ দেখছি।"

তবে জানা গেছে, ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের সময় সালমান অত্যন্ত পজেটিভ ছিলেন। সেই সময় অভিনেতা বিবেক ওবের্যের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠতা তিনি মেনে নিতে পারেননি। বলিউডে গুঞ্জন আছে, এর জের ধরে বিবেকের ক্যারিয়ারেও ভাটা পড়ে।

পরবর্তী সময়ে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনের সঙ্গে, আর ক্যাটরিনা কাইফের স্বামী হন ভিকি কৌশল। তবে সালমান এখনও অবিবাহিত। জীবনে বহু প্রেম আসলেও কোনো সম্পর্কই বিয়েতে পরিণত হয়নি।

এক টক শোতে তিনি আক্ষেপ করে বলেছিলেন—
"সব দোষ আমার। আমার প্রেমিকাদের নয়। আমার ভুলেই তারা বারবার আমাকে ছেড়ে গেছে।"