'বিগ বস ১৯' সিজনের জন্য বলিউড তারকা সালমান খান তার পারিশ্রমিক প্রায় ১০০ কোটি রুপি কমিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, আগের সিজনে যেখানে তিনি ২৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, সেখানে এবার তিনি নিচ্ছেন মাত্র ১৫০ কোটি রুপি।

পারিশ্রমিক কমানোর মূল কারণ হলো তার এবারের সিজনে সীমিত সময়ের জন্য উপস্থাপনা করা। এবার তিনি পুরো সিজন জুড়ে থাকবেন না, বরং মাত্র ১৫ সপ্তাহ বা প্রায় ৩ মাস পর্যন্ত শোটি হোস্ট করবেন। এরপর ফারাহ খান এবং করণ জোহরের মতো অন্য উপস্থাপকরা তার দায়িত্ব নেবেন বলে খবর রয়েছে।

যদিও তার পারিশ্রমিক কমেছে, তবুও 'বিগ বস ১৯'-এর প্রতি সপ্তাহের জন্য তিনি ১০ কোটি রুপি নিচ্ছেন, যা তাকে এখনও ভারতীয় টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত রেখেছে।