শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন সাবিলা নূর। ছবিটি মুক্তির কয়েক মাস পার হতেই সবার একটাই প্রশ্ন ছিল কবে আবার বড় পর্দায় দেখা মিলবে সাবিলার। যখন বিভিন্ন অনুষ্ঠানে নানাজনের কাছে এমন প্রশ্নের মুখে সাবিলা, ঠিক তখনই জানা যায়, ‘রাক্ষস’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘বরবাদ’ সিনেমা বানিয়ে আলোচনায় আসা মেহেদী হাসান সেই ছবির পরিচালক।

‘রাক্ষস’ নিয়ে যখন আলোচনা চলে, তখন আবার জানা যায়, ‘বনলতা এক্সপ্রেস’ নামে তানিম নূরের ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবিলা। দুটি ছবির শুটিং শুরুর সময়টাও কাছাকাছি। তাহলে কি একসঙ্গে দুই ছবির শুটিং করবেন সাবিলা, এমনটা যখন ভাবা হচ্ছিল, তখনই সামনে আসে, ‘রাক্ষস’ করছেন না এই তারকা।

জানা গেছে, ‘রাক্ষস’ ছবির শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে, যেটিতে নায়ক সিয়াম আহমেদ চূড়ান্ত। একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’, যেটিতে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর। একই সময়ে দুই ছবির শুটিং দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কারণে শিডিউল জটিলতা দেখা দেয়। ফলে ‘রাক্ষস’ ছবির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সঙ্গে কথা বলে নিজেকে সরিয়ে নেন সাবিলা নূর। এখন ‘রাক্ষস’ ছবির জন্য নতুন নায়িকা খুঁজছেন পরিচালক।