আজ ৪ সেপ্টেম্বর, বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তিনি তার গানের জাদুতে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের।

১৯৫৪ সালের এই দিনে জন্ম নেওয়া এই গানের পাখি তার কর্মজীবনে প্রায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন। দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসংগীত এবং আধুনিক বাংলা গানসহ সব ধরনের গানেই তার অবাধ বিচরণ।

সম্মাননা ও স্বীকৃতি

সাবিনা ইয়াসমিন তার অসাধারণ অবদানের জন্য অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে সর্বোচ্চ ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও, শিল্পকলার সংগীত শাখায় তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

সংগীত জীবনের শুরু

মাত্র ১৩ বছর বয়সে ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত 'আগুন নিয়ে খেলা' ছবিতে 'মধুর জোছনা দীপালি' গানটি গাওয়ার মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়। এই গানের জন্য তিনি ৫০০ টাকা সম্মানী পেয়েছিলেন। এর আগে তিনি ১৯৬২ সালে 'এহতেশামের নতুন সুর' ছবিতে শিশুশিল্পী হিসেবে গান করেন। এরপর 'জীবন থেকে নেয়া' (১৯৭০) ছবিতে তার গাওয়া 'একি সোনার আলোয়' গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

তিনি শুধু বাংলাতেই নয়, বিভিন্ন ভাষায় গান গেয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে কনসার্টেও অংশ নিয়েছেন।