দীর্ঘ এক যুগের বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাহারা। মাসুম পারভেজ রুবেলের নতুন ছবি 'মার্শাল কিং'-এর মাধ্যমে আবারও চলচ্চিত্রে ফিরছেন তিনি।
২০১৩ সালে বিয়ের পর চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছিলেন সাহারা। এর আগে তিনি শাকিব খানের সঙ্গে জুটি হয়ে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। বিরতির আগে তার শেষ ছবি ছিল জায়েদ খানের সঙ্গে, 'তোকে ভালোবাসতেই হবে'।
মাসুম পারভেজ রুবেলের সঙ্গে সাহারার এটি দ্বিতীয় কাজ। রুবেল বলেন, "আমি মনে করি, এতদিন পর পর্দায় সাহারাকে দেখতে দর্শক ভিড় জমাবে।"
১ সেপ্টেম্বর থেকে 'মার্শাল কিং' ছবিটির শুটিং শুরু হয়েছে, যেখানে সাহারার বিপরীতে অভিনয় করছেন রুবেল নিজেই।