গত ৩৭ বছরের মধ্যে পাঞ্জাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা অতিবৃষ্টির কারণে বহু এলাকা জলমগ্ন এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে বলিউড সুপারস্টার সালমান খান তার মানবিক সংস্থা 'বিইং হিউম্যান'-এর মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
জানা গেছে, সালমানের এই সংস্থার একটি দল ত্রাণ সামগ্রী নিয়ে ইতিমধ্যেই পাঞ্জাবে পৌঁছে গেছে। বন্যার্তদের উদ্ধারকাজের জন্য পাঁচটি নৌকাও পাঠানো হয়েছে। এর মধ্যে তিনটি নৌকা বিভিন্ন প্লাবিত এলাকায় খাবার ও ওষুধ বিতরণ করছে এবং বাকি দুটি ফিরোজপুর সীমান্তে পাঠানো হয়েছে।
পাঞ্জাব ট্যুরিজমের চেয়ারম্যান দীপক বালি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে সালমানের ফাউন্ডেশন বন্যাকবলিত সীমান্তবর্তী গ্রামগুলোকে দত্তক নেওয়ার কথাও ভাবছে।
সালমান তার মানবিক কাজের জন্য সব সময়ই পরিচিত। মহামারীর সময় তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার কলাকুশলীর খাদ্যসংস্থানের দায়িত্ব নিয়েছিলেন। তার সংস্থা 'বিইং হিউম্যান' বহু দুস্থ মানুষের পড়াশোনা ও চিকিৎসার খরচও বহন করে থাকে। এবার পাঞ্জাবের এই সংকটের সময়েও তিনি মানুষের পাশে দাঁড়ালেন।