অভিনব কাশ্যপ দাবি করেন, মালাইকার তৎকালীন স্বামী আরবাজ খান চাইছিলেন না তার স্ত্রীকে 'আইটেম গার্ল' হিসেবে পর্দায় উপস্থাপন করা হোক। অন্যদিকে, সালমানের 'রক্ষণশীল মুসলিম' মনোভাবও এর পেছনে বড় কারণ ছিল। অভিনব বলেন, "সালমান আর আরবাজ মুখে যাই বলুক, আসলে তারা রক্ষণশীল মুসলমান। বিশেষ করে পোশাক নিয়ে মালাইকার সঙ্গে সালমানের মত পার্থক্য ছিল। সালমান চাইতেন নারীরা ঢেকে থাকুক। তাই তারা চাইছিলেন না মালাইকা গানটি করুন।"
তবে মালাইকা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পরিচালক তাকে একজন "শক্তিশালী ও স্বাধীনচেতা নারী" হিসেবে বর্ণনা করেছেন। অবশেষে পরিচালক আরবাজকে বোঝাতে সক্ষম হন যে এটি কেবল একটি নাচ এবং কোনো অশ্লীলতা নয়। এরপর আরবাজ রাজি হন।
সাফল্যের পর সালমানের সংযুক্তি
অভিনব জানান, শুরুতে এই গানে সালমানের কোনো অংশ ছিল না। কিন্তু গানটি যে ব্লকবাস্টার হবে, তা বুঝতে পেরে সালমান নিজেও পরবর্তীতে শুটিংয়ে যোগ দেন। 'দাবাং' মুক্তির পর থেকেই খান পরিবারের সঙ্গে অভিনব কাশ্যপের দূরত্ব তৈরি হয়। এর পরের কিস্তিগুলো আরবাজ খান এবং প্রভু দেবা পরিচালনা করেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে আরবাজ এবং মালাইকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ২০১৬ সালে তাদের ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। পরের বছর তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বর্তমানে আরবাজ সুরা খানের সঙ্গে বিবাহিত।