দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন অভিনেতা সঞ্জয় দত্ত। অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিলেও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তার জুটি তেমন সাফল্য পায়নি। বরং তাদের একসঙ্গে অভিনীত সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

'শব্দ' এবং 'হাম কিসি সে কাম নেহি'

২০০৫ সালে লীনা যাদব পরিচালিত 'শব্দ' সিনেমায় সঞ্জয় দত্ত ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। ১০ কোটি রুপি বাজেটে নির্মিত হওয়া সত্ত্বেও ছবিটি বক্স অফিসে পুরোপুরি ব্যর্থ হয় এবং অর্ধেক টাকাও তুলতে পারেনি।

এছাড়া, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত 'হাম কিসি সে কাম নেহি' ছবিতেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এই ছবিতে অমিতাভ বচ্চন ও অজয় দেবগনও অভিনয় করেছিলেন। যদিও ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল, তবে ঐশ্বরিয়ার সঙ্গে সঞ্জয়ের জুটির বিশেষ কোনো প্রভাব দেখা যায়নি।

বলিউডে সঞ্জয় দত্তের সফল সিনেমার তালিকা বেশ দীর্ঘ হলেও ঐশ্বরিয়ার সঙ্গে করা ছবিগুলো সেই তালিকায় ব্যর্থতার দৃষ্টান্ত হয়ে আছে।