বলিউডের অ্যাকশনধর্মী চলচ্চিত্র 'বাগী ৪' গত শুক্রবার মুক্তি পেয়েছে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ হর্ষ পরিচালিত এই সিনেমাটিতে প্রথমবারের মতো বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত ও তরুণ তারকা টাইগার শ্রফকে একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত এই সিনেমা এবং টাইগারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

‘বাগী ৪’-এর চরিত্র ও নতুন করে নিজেকে তৈরি করা

পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, 'বাগী ৪' ছবিতে তার চরিত্রটি খুবই শক্তিশালী এবং নৃশংস, তবে গল্পের শেষে দর্শকরা তার প্রতি এক ধরনের সহানুভূতি অনুভব করবেন। তিনি জানান, যখন তিনি প্রথম এই সিনেমার চিত্রনাট্য শোনেন, তখন তার 'বাস্তব' ছবির কথা মনে পড়ে যায়। দীর্ঘদিন পর এমন শক্তিশালী চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে তিনি বেশ আনন্দিত।

সঞ্জয় দত্ত বলেন যে, এই চরিত্রের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। শারীরিক কসরত থেকে শুরু করে নানা ধরনের প্রশিক্ষণ নিয়ে তিনি নিজেকে নতুন করে তৈরি করেছেন। তিনি বলেন, "টাইগার শ্রফের মতো তরুণের সঙ্গে কাজ করে আমার নিজেকেও নতুন অভিনেতার মতো মনে হয়েছে।"

'বাগী ৪' সিনেমাটি অ্যাকশন-প্রেমী দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং সঞ্জয় দত্ত ও টাইগারের জুটি দর্শকদের মন জয় করে নিয়েছে।