বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত তার জীবনে অনেক কঠিন লড়াই পার করেছেন, যার মধ্যে অন্যতম ছিল ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ। পাঁচ বছর আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হন, যা তার জীবনের একটি কঠিন অধ্যায় ছিল। তার বায়োপিক ‘সঞ্জু’-তেও এই কঠিন মুহূর্তের কথা তুলে ধরা হয়েছে। সম্প্রতি এক পডকাস্টে তিনি তার সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নেন।
লকডাউনে ক্যান্সারের ধরা পড়া
সঞ্জয় দত্ত জানান যে, লকডাউনের সময় তার ক্যান্সার ধরা পড়ে। তিনি বলেন, “লকডাউনের সময়টা ছিল খুবই স্বাভাবিক। সিঁড়ি দিয়ে ওঠার সময়ে আমার শ্বাসকষ্ট হতো। সিঁড়ি ভাঙতে পারতাম না। শরীরের ভিতর কী হচ্ছে ঠিক বুঝতে পারতাম না। তাই আমি আমার ডাক্তারকে একদিন বাধ্য হয়েই ফোন করি। তিনি এক্সরে'র পরামর্শ দেন। দেখা যায়, আমার ফুসফুসের অর্ধেকেরও বেশি অংশে পানি জমে আছে।” প্রথমে এটি যক্ষ্মা মনে হলেও পরে জানা যায় আসল রোগটি ছিল ক্যান্সার।
ক্যান্সারের বিরুদ্ধে লড়াই
ক্যান্সারের খবর শুনে সঞ্জয় ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, তার বোন তাকে সাহস জোগাতে বলেন, “ক্যান্সার হয়েছে তো কী হয়েছে? সব ঠিক হয়ে যাবে।” এই কথা শুনে তিনি দুই-তিন ঘণ্টা টানা কান্নাকাটি করেন, কারণ তার মনে বারবার তার স্ত্রী এবং সন্তানদের মুখ ভেসে উঠছিল। প্রাথমিকভাবে তিনি আমেরিকায় চিকিৎসার সিদ্ধান্ত নিলেও ভিসা না পাওয়ায় ভারতেই তার চিকিৎসা শুরু হয়।
এই রোগের বিরুদ্ধে লড়াইকে সঞ্জয় একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। অসুস্থতার মধ্যেও তিনি জিমে যেতেন এবং ওজন কমানোর চেষ্টা করতেন। ২০২০ সালের অক্টোবরে তিনি ঘোষণা করেন যে, তিনি সম্পূর্ণ ক্যান্সারমুক্ত। তিনি তার এই লড়াইকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে অভিহিত করেছেন।