বলিউড চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। প্রতারণা, খারাপ আচরণ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে তার নাম একটি এফআইআরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অভিযোগে বনশালির প্রোডাকশন হাউসের আরও দুই সদস্যকেও অভিযুক্ত করা হয়েছে।

ভারতের রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর এই অভিযোগটি দায়ের করেছেন। তার দাবি, বনশালির নতুন ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এর জন্য তাকে লাইন প্রোডিউসার হিসেবে নিয়োগ করা হয়েছিল এবং এ নিয়ে একটি লিখিত চুক্তিও সম্পন্ন হয়। কিন্তু কোনো কারণ না দেখিয়েই হঠাৎ করে সেই চুক্তি বাতিল করে তাকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রতীকরাজ মথুর অভিযোগ করেন যে, তার প্রাপ্য টাকাও তাকে দেওয়া হয়নি। যখন তিনি এই বিষয়ে বনশালির টিমের সঙ্গে সরাসরি দেখা করতে যান, তখন তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও দাবি করেন।

এই অভিযোগ এমন এক সময় এলো, যখন বনশালির নতুন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। এই ছবিতে রণবীর কাপুরআলিয়া ভাট আবার একসঙ্গে বড় পর্দায় ফিরছেন, এবং তাদের সঙ্গে থাকছেন ভিকি কৌশল। আবারও আলিয়া-রণবীর-দীপিকার রসায়ন নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। এমন পরিস্থিতিতে বনশালির বিরুদ্ধে এই অভিযোগ বলিউড ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

তবে, এই অভিযোগ নিয়ে বনশালি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।