টাইগার শ্রফ অভিনীত আলোচিত অ্যাকশন সিনেমা 'বাঘি ৪' আজ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে মুক্তির আগেই ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবির ২৩টি দৃশ্য বাদ দিয়েছে এবং কিছু সংলাপ ও অডিও পরিবর্তন করার নির্দেশ দিয়েছে।

জানা গেছে, 'বাঘি ৪' 'এ' (প্রাপ্তবয়স্ক) সার্টিফিকেট পেয়েছে। ছবিতে মাত্রাতিরিক্ত সহিংসতা এবং রক্তারক্তি থাকার কারণে সেন্সর বোর্ড বেশ কিছু দৃশ্যে আপত্তি জানায়।

কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে?

  • একটি দৃশ্য থেকে সরাসরি নগ্নতা বাদ দেওয়া হয়েছে।

  • এক চরিত্রকে কফিনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়, এমন দৃশ্যটি সম্পূর্ণ মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

  • পূজার প্রদীপ থেকে সিগারেট জ্বালানোর একটি দৃশ্যও বাদ দেওয়া হয়েছে।

  • যিশুখ্রিষ্টের মূর্তির ওপর ছুরি চালানোর একটি দৃশ্যও ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।

  • জন্মনিয়ন্ত্রণ সামগ্রী নিয়ে একটি সংলাপ থেকে একটি শব্দ বাদ দেওয়া হয়েছে।

এসব পরিবর্তন আনার পরই ছবিটি মুক্তির ছাড়পত্র পায়।

'বাঘি ৪' ছবিতে টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করেছেন হরনাজ সান্ধু, সোনম বাজওয়া এবং খলনায়কের চরিত্রে সঞ্জয় দত্ত। ছবির গানগুলো ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে 'হুসন' গানটিতে হরনাজ সান্ধুর নাচ অনেকের নজর কেড়েছে।