বেশ ঘটা করেই মহরত হয়েছিল অভিনেত্রী শাবনূর অভিনীত ‘রঙ্গনা’ সিনেমার। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির বেশিরভাগ শুটিং শেষ হলেও, বাকি কাজ শেষ না করেই তিনি অস্ট্রেলিয়া চলে যান। কথা ছিল, তিনি দেশে ফিরে বাকি শুটিং সম্পন্ন করবেন।

কিন্তু সহসা শাবনূরের দেশে ফেরা অনিশ্চিত হওয়ায়, প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ একটি ভিন্ন কৌশল নিয়েছে। প্রযোজক মৌসুমী মিথিলা বলেছেন, "ভাবলাম দর্শকের বঞ্চিত করে লাভ কী! যেটুকু শুটিং করেছি সেটুকুই দেখুক।" এই ভাবনা থেকেই শুটিং হওয়া অংশটুকু পর্ব করে করে ইউটিউবে মুক্তি দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে ২০ মিনিটের একটি পর্ব ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

আরাফাত হোসেন পরিচালিত এবং মৌসুমী মিথিলা প্রযোজিত এই ছবিটি আনুষ্ঠানিকভাবে মুক্তির আগেই এভাবে ইউটিউবে পর্ব আকারে প্রকাশের কারণে শাবনূর ভক্তদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। যদিও মূল সিনেমাটি সম্পূর্ণ দেখার জন্য তাঁদের আরও অপেক্ষা করতে হবে।