ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান তার নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর ঘোষণা দিয়েছেন। শুক্রবার বিকেলে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে তিনি এই খবর জানান। ছবিটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।

পোস্টারে একটি লালচে আবহে ভিড়ের মাঝে শাকিব খানকে হাতে বন্দুক উঁচিয়ে থাকতে দেখা যায়। তার চেহারা স্পষ্ট না হলেও বোঝা যাচ্ছে যে তিনি একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন। পোস্টারে ঢাকা শহরের পরিচিত কিছু এলাকার নাম যেমন উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার এবং গ্যান্ডারিয়া লেখা রয়েছে, যা থেকে বোঝা যায় সিনেমাটির গল্প ঢাকা শহরের বিভিন্ন গ্যাংয়ের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে।

জানা গেছে, সিনেমাটির শুটিং খুব শিগগিরই শুরু হবে। এতে শাকিব খানের সঙ্গে তিন জন নায়িকাকে দেখা যাবে। ছবিটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে।

এর পাশাপাশি, শাকিব খান সেপ্টেম্বরে 'সোলজার' নামের আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন, যেখানে তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তানজিন তিশার।