বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজলের 'গেরুয়া' গানটি এখনো দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে সম্প্রতি এই গানটির কোরিওগ্রাফার ফারাহ খান জানিয়েছেন, আইসল্যান্ডে মাত্র দুই তারকাকে নিয়ে এই গানটির শুটিং করতে খরচ হয়েছিল প্রায় সাত কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি টাকা।
ব্যয়বহুল শুটিংয়ের অভিজ্ঞতা
'শার্ক ট্যাংক ইন্ডিয়া'-খ্যাত আশনির গ্রোভারের বাসায় এক সাক্ষাৎকারে ফারাহ খান এই তথ্য জানান। তিনি বলেন, আইসল্যান্ড অত্যন্ত ব্যয়বহুল একটি জায়গা। সেখানেই গানটির শুটিং হয়েছিল। গানটির দৃশ্যধারণ করা হয় আইসল্যান্ডের দক্ষিণ উপকূল, রেইনিসফজারা বিচ এবং ভেস্ত্রাহর্ন পর্বতের মতো মনোরম স্থানে।
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী কাজল স্মৃতিচারণ করে বলেন, প্রচণ্ড ঠান্ডার কারণে তাদের ঠোঁট নীল হয়ে গিয়েছিল এবং লিপসিঙ্ক করতে অসুবিধা হচ্ছিল। শাহরুখ খানও বলেন, তারা বরফখণ্ডের ওপর শুট করছিলেন এবং পিছলে যাওয়া এড়াতে তাদের বেঁধে রাখা হয়েছিল।
সবচেয়ে ব্যয়বহুল নয়
যদিও 'গেরুয়া'র পেছনে খরচ হয়েছিল সাত কোটি রুপি, এটি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান নয়। 'গেম চেঞ্জার' ছবির নির্মাতারা জানিয়েছেন, ছবির সাতটি গানের মধ্যে চারটির পেছনেই খরচ হয়েছে ৭৫ কোটি রুপি। তবে বিপুল বাজেটের পরেও গানগুলো দর্শকদের মনে প্রত্যাশিত ছাপ ফেলতে পারেনি।