অভিনেতা শাহিদ কাপুর তাঁর নতুন চলচ্চিত্র ‘ও রোমিও’-র দৃষ্টি কাড়া প্রথম লুক পোস্টারটি শুক্রবার, ৯ জানুয়ারি প্রকাশ করেছেন। পোস্টারে তাঁর ভয়াল, রক্তমাখা রূপ দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে শাহিদ লিখেছেন, “রোমিও ও রোমিও, হোয়্যার আর্ট দাউ ও’ রোমিও!” পাশাপাশি জানান, ছবিটির ট্রেলার প্রকাশ পাবে ১০ জানুয়ারি।

শাহিদের ‘ও রোমিও’-র প্রথম ঝলক

পোস্টারে শাহিদকে মুখ হাঁ করে চিৎকার করতে দেখা যায়। তাঁর মুখ, গলা আর হাত রক্তে মাখামাখি, শরীরে কাটাছেঁড়ার দাগ এবং ট্যাটু স্পষ্ট। গাঢ় রঙের খোলা শার্ট, বেল্ট, আংটি, ব্রেসলেট ও চেইন নেকলেসে তাঁর উপস্থিতি আরও কঠিন ও তীব্র হয়ে উঠেছে। এই রূপ ইঙ্গিত দিচ্ছে এক অন্ধকার, আবেগে ভরা গল্পের দিকে। ক্যাপশনে লেখা ছিল, “#ORomeo–এর দুনিয়ার এক ঝলক। কাল আসছে!” সাজিদ নাদিয়াডওয়ালার উপস্থাপনায় নির্মিত এই ছবি ১৩ ফেব্রুয়ারি হলে মুক্তি পাবে।

শাহিদ ও বিশালের আগে কাজ

‘ও রোমিও’ হলো শাহিদ কাপুর ও খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজের আরেকটি যৌথ প্রজেক্ট। এই জুটি আগে ‘কামিনী’ (২০০৯) এবং ‘হায়দার’ (২০১৪)-এ একসঙ্গে কাজ করেছে। এসব ছবি শাহিদের ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজ হিসেবে বিবেচিত। তাদের ছবিতে সাধারণত থাকে গভীর কাহিনি, জটিল চরিত্র এবং সাহসী নির্মাণ, তাই ‘ও রোমিও’ নিয়েও দর্শকের প্রত্যাশা বেশি।

‘ও রোমিও’ নিয়ে আরও তথ্য

ছবিটিকে শেক্সপিয়রের Romeo and Juliet- এর আধুনিক ও অন্ধকার পুনর্কল্পনা হিসেবে দেখা হচ্ছে। গল্পটি নির্মিত হয়েছে সহিংস ও কঠোর এক পরিবেশে, যেখানে প্রেম, আসক্তি, রাগ আর বিশ্বাসঘাতকতার মতো অনুভূতিগুলো সামনে আসবে। শাহিদের চরিত্রকে দেখা যাবে নিষ্ঠুরতা আর প্রবল আবেগের ভেতর লড়তে। ছবিতে ট্রিপ্টি ডিমরি নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। বিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘ও রোমিও’তে থাকবে স্টাইলধর্মী অ্যাকশন, কাব্যিক গল্প বলার ভঙ্গি এবং ভৌতিক আবহ। ট্রেলার আসছে ১০ জানুয়ারি ২০২৬, আর ছবিটি মুক্তি পাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।