ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে নতুন করে শুরু হওয়া এক গুঞ্জন এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শবনম বুবলী আবারও মা হতে চলেছেন কি না এবং শাকিব খান পুনরায় বাবা হচ্ছেন কি না এমন সব প্রশ্নে মুখর ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে এখন তুমুল তর্ক-বিতর্ক ও কৌতূহল চলছে।
সম্প্রতি এই চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের কাছে প্রশ্ন করা হলে তিনি বেশ কৌশলী ও বিস্ময়সূচক জবাব দেন। অপু জানান, কাজের চাপে বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সময় দিতে পারছেন না, তাই এমন কোনো গুঞ্জনের খবর তাঁর জানা নেই। তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন যে, ভাগ্য বা কর্মফল যাই হোক না কেন, তিনি কারও ব্যক্তিগত বিষয়ে তীর ছুড়তে পছন্দ করেন না এবং বর্তমানে নিজের ক্যারিয়ার ও কাজ নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত রয়েছেন।
শাকিব খানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার শীর্ষে থাকে, তা সে অপুর সাথে গোপন বিয়ে ও সন্তান জয়ের খবর প্রকাশ হোক কিংবা পরবর্তীতে বুবলীর সাথে সম্পর্কের গুঞ্জন। ২০০৮ সালে শাকিব-অপুর বিয়ের পর তাঁদের বিচ্ছেদ ঘটে ২০১৮ সালে এবং এরপর বুবলীর সাথে শাকিবের সংসারও বেশিদিন স্থায়ী হয়নি। নতুন এই গুঞ্জন সত্য নাকি নিছক রটনা, তা নিয়ে জনমনে সংশয় থাকলেও অপু বিশ্বাসের এমন পেশাদার ও নির্লিপ্ত অবস্থান ভক্তদের নজর কেড়েছে।