ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ আবারও নতুন করে আলোচনায়। প্রথম টিজার প্রকাশের পর এবার এসেছে ছবিটির নতুন ঝলক, যেখানে শাকিবকে দেখা গেছে একেবারে ভিন্ন ও অচেনা রূপে। এই নতুন লুকে হাজির হয়ে তিনি যেন ভক্তদের হৃদয়ে আগুন জ্বেলে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস আর উন্মাদনার ঢেউ।

শাকিব খান নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন ছবিটির নতুন পোস্টার। সেখানে তাকে দেখা যায় রহস্যময় ও দৃঢ়চেতা এক সৈনিকের চরিত্রে ঠোঁটের ওপর ঘন গোঁফ, তীক্ষ্ণ চোখ, এবং গম্ভীর মুখভঙ্গি মিলিয়ে এক সম্পূর্ণ নতুন অবয়ব। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, “আপনার সৈনিক আপনার সেবায় নিয়োজিত।”

এই নতুন লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। তারকারা থেকে শুরু করে সাধারণ দর্শক পর্যন্ত সবাই শাকিবের নতুন রূপে মুগ্ধতার প্রকাশ করেছেন।

এর আগে প্রকাশিত ৩৩ সেকেন্ডের প্রথম টিজারই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় লুকেও শাকিব খান দেখালেন যে, ‘সোলজার’-এ তিনি একেবারেই অন্য এক চরিত্রে হাজির হচ্ছেন যা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা, আর অন্য নায়িকা হিসেবে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমনসহ ঢালিউডের আরও একঝাঁক জনপ্রিয় তারকাকে।