ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছে। দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ছবিটি। তবে আশ্চর্যের বিষয়, শুটিং শুরু হলেও শাকিব খান এখনও সেটে যোগ দেননি।

রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে ‘সোলজার’-এর চরিত্রভিত্তিক দৃশ্যের ধারণের কাজ শুরু হয়েছে। প্রযোজনা সংস্থা জানিয়েছে, প্রথম লটে প্রধান চরিত্রগুলো বাদে অন্য দৃশ্যায়ন চলছে। শাকিব খানসহ প্রধান অভিনয়শিল্পীরা পরে ক্যামেরার সামনে দাঁড়াবেন।

তানজিন তিশার অভিষেক ও নির্মাতার ভাবনা

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, যিনি আগামী ১৫ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন।

সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। তিনি জানান, তারা দেশপ্রেম, বর্তমান সময়ের মানুষের ভাবনা, চিন্তা এবং বাস্তবতা নিয়ে গল্প সাজানোর চেষ্টা করছেন। শাকিব খানের চরিত্র নিয়ে তিনি বলেন, "গত তিন-চার বছরে শাকিব ভাইকে যেভাবে দেখেছি, এবার তাঁকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই। আমরা চাইছি, উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেন– যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে।"

নায়ক-নায়িকার পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ এবং জান্নাতুল ফেরদৌস ঐশী-সহ অনেকে।

উল্লেখ্য, শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমা ‘তাণ্ডব’ কোরবানির ঈদে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে নির্মাতাদের ইঙ্গিতে বোঝা যাচ্ছে, ‘সোলজার’-এ দর্শকরা শাকিব খানকে এক ভিন্ন রূপে দেখতে পাবেন।