ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের আসন্ন সিনেমা 'প্রিন্স'-এর অন্যতম নায়িকা হচ্ছেন জনপ্রিয় টিভিতারকা তাসনিয়া ফারিণ। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। বিভিন্ন সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত 'প্রিন্স' ছবিতে এই নতুন জুটিকে দেখা যাবে বলে জানা গেছে এবং ফারিণ এ সপ্তাহেই চুক্তিবদ্ধ হবেন বলে খবর রয়েছে। ছবিটির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর থেকে।
এর আগে গুঞ্জন ছিল যে, 'প্রিন্স'-এ অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কিন্তু তখন নির্মাতা জানিয়েছিলেন যে, নায়িকা বাংলাদেশ থেকেই চূড়ান্ত করা হবে। অবশেষে ইধিকাকে বাদ দিয়ে তাসনিয়া ফারিণকেই চূড়ান্ত করা হয়েছে। ছবিসংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ইধিকাকে বাদ দেওয়ার প্রধান কারণ হলো তাঁর পারিশ্রমিকের অঙ্ক ফাঁস হওয়া।
ইধিকা পালের পারিশ্রমিকের অঙ্ক ফাঁস হওয়ার পর এ নিয়ে নানা সমালোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে প্রশ্ন তোলেন যে, কলকাতার প্রতিষ্ঠিত ও খ্যাতিমান অভিনেতারাও যে অঙ্কের পারিশ্রমিক পান না, নতুন অভিনেত্রী হিসেবে ইধিকা কীভাবে বাংলাদেশ থেকে ওই অঙ্ক নিচ্ছেন। এই বিতর্কের কারণেই শেষ পর্যন্ত প্রযোজনা টিম তাসনিয়া ফারিণকে চূড়ান্ত করে।