দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে অবশেষে বড় পর্দায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সরকারি অনুদানপ্রাপ্ত দুটি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখছেন। এর মধ্যে একটি হলো সাদেক সিদ্দিকীর পরিচালিত ‘দেনা পাওনা’, যা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত।

গতকাল (৩০ আগস্ট) ঢাকার বাইরে এই সিনেমার শুটিং শুরু হয়েছে, যেখানে প্রভা অংশ নিয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা ইমন। ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত একজন ম্যাজিস্ট্রেটের চরিত্রে, যিনি একটি জমিদার পরিবারের সন্তান। আর প্রভা অভিনয় করছেন নিরুপমার চরিত্রে। নিরুপমা একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার বাবা বিয়ের পণ দিতে না পারায় আত্মহত্যা করেন। এরপর নিরুপমার জীবনে যে করুণ পরিণতি আসে, তা নিয়েই সিনেমার গল্প এগিয়ে যায়।

সিনেমাটি নিয়ে প্রভা বলেন, "এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। এমনও হয়েছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি এবং পারিবারিক কারণেও করতে পারিনি।" তিনি জানান, রাজনৈতিক জটিলতার ভয়ে তিনি আগেভাগে এই খবর জানাতে চাননি। তাই শুটিংয়ে অংশ নেওয়ার পরেই সবাইকে এই সুখবরটি জানিয়েছেন।

মিরন মহিউদ্দিনের চিত্রনাট্যে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বির।