বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আমাল মালিক এবার প্রকাশ্যে জানালেন নিজের মনের কথা। সালমান খানের উপস্থাপনায় চলা রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে এসে তিনি অকপট স্বীকার করেন, বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ছিলেন তার স্কুল জীবনের ক্রাশ।
আমাল মালিক বলেন, “শ্রদ্ধা আমার স্কুলের সিনিয়র ছিলেন। উনি খুবই ভালো মনের একজন মানুষ। আমি তাকে স্কুল থেকেই ভীষণ পছন্দ করতাম।”
তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা কাপুরের ভক্তসংখ্যা সত্যিই বিস্ময়কর। বিশেষ করে শ্রদ্ধার অভিনীত ‘স্ত্রী’ ছবির একটি দৃশ্য তার ভীষণ প্রিয়, যেখানে শ্রদ্ধা গাড়ি থেকে নেমে চারপাশে সবাইকে প্রহার করতে শুরু করেন। সে দৃশ্য দেখে সিনেমা হল হাততালিতে ফেটে পড়েছিল বলে উল্লেখ করেন আমাল।
এখানেই থেমে থাকেননি এই সুরকার। তিনি জানান, সংগীতের বাইরে তার আরও অনেক দিক রয়েছে, যা তিনি ধীরে ধীরে দর্শক ও ভক্তদের সামনে তুলে ধরতে চান। এছাড়াও তিনি নিজের মিউজিক্যাল পরিবার ও বেড়ে ওঠার নানা অভিজ্ঞতাও ভাগ করে নেন ‘বিগ বস’-এর এই বিশেষ পর্বে।
একদিকে শ্রদ্ধা কাপুরের প্রতি তার মনের কথার প্রকাশ, অন্যদিকে পরিবারের স্মৃতি, সব মিলিয়ে এদিনের শো-তে যেন রীতিমতো অন্যরকম আবহ তৈরি হয়েছিল।