৮২ বছর বয়সেও কাজের প্রতি নিবেদিত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন অকপটে স্বীকার করেছেন যে, বয়সের সঙ্গে সঙ্গে তার শরীর আগের মতো নেই। নিয়মিত কাজ করে গেলেও এখন তাকে অনেক বেশি সচেতন থাকতে হচ্ছে।
সম্প্রতি তিনি তার ব্লগে লিখেছেন, “শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে।” তিনি জানান, তার দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন এসেছে। এখন কাজের পাশাপাশি নিয়মিত ওষুধ খাওয়া তার জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে।
অমিতাভ জানান, এখন শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত যোগব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের দিকে তাকে নজর দিতে হচ্ছে। আগে যা সহজে করতে পারতেন, এখন তা করার আগে তাকে ভাবতে হয়।
তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন একটানা অনেকক্ষণ দাঁড়িয়েও থাকেন না, কারণ ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন। এমনকি বাড়ির ভেতরে চলাচলের জন্যও তাকে হ্যান্ডেল বার ব্যবহার করতে হচ্ছে, যা শরীরের ভারসাম্য ধরে রাখার জন্য জরুরি হয়ে উঠেছে।
অভিনেতা আরও বলেন, “এই সময়টা সবার জীবনেই আসে। কিন্তু আমি চাই না, এটা আসুক। আমরা যেদিন পৃথিবীতে জন্ম নিই, সেদিন থেকেই মৃত্যুর দিকে এগোতে থাকি। এটা স্বাভাবিক হলেও খুব দুঃখজনক।