মোহাম্মদ ইসলাম পরিচালিত 'আমার শেষ কথা' সিনেমাটি আজ দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও কাজী জারা।
কেন নিষিদ্ধ হয়েছিল এই সিনেমা?
২০২৩ সালে নির্মাণ কাজ শেষে সিনেমাটি ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। তবে, চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩-এর ৪বি(১) উপধারা লঙ্ঘনের কারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর প্রদর্শনী নিষিদ্ধ করে। পরে কিছু দৃশ্য পুনরায় শুট করে জমা দেওয়ার পর ছবিটি মুক্তির অনুমতি পায়।
নায়ক-নায়িকার অভিযোগ এবং প্রযোজকের পাল্টা বক্তব্য
সিনেমাটি মুক্তি পেলেও এর প্রচারে নায়ক-নায়িকাকে দেখা যায়নি। এর কারণ হিসেবে নায়ক জয় চৌধুরী প্রযোজকের 'অপেশাদারত্ব'-কে দায়ী করেছেন। তিনি বলেন, "প্রযোজক মনে করেন, শুটিং শেষ মানেই সব কাজ শেষ। তিনি পোস্ট-প্রোডাকশনের গুরুত্ব বোঝেন না।" জয়ের অভিযোগ, ভালো ট্রেলার বা গান তৈরিতে প্রযোজনা সংস্থা খরচ করতে চায়নি, যার কারণে ছবির গুণগত মান ভালো হয়নি। এ কারণে তিনি প্রচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন।
এই ছবিতে ঢালিউডে অভিষেক হওয়া নায়িকা কাজী জারাও একই অভিযোগ তুলেছেন। তবে তিনি বলেন, "প্রথম সিনেমা মুক্তি পাওয়া যেকোনো শিল্পীর জন্য অনেক বড় কিছু, তাই আমি নিজের উদ্যোগে ফেসবুকে প্রচার চালাচ্ছি।"
অন্যদিকে, পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমি অনেক পরিশ্রম করে ছবিটি বানিয়েছি। আমি নায়ক-নায়িকার সঙ্গে যোগাযোগ করেও তাদের প্রচারে পাইনি।" তিনি মনে করেন, শিল্পীরা প্রচারে থাকলে দর্শকরা আরও বেশি আগ্রহী হতেন।