নন্দিত কণ্ঠশিল্পী, অভিনেতা ও সংগীত পরিচালক পার্থ বড়ুয়া বর্তমানে সোলস ব্যান্ডের ৫০ বছর পূর্তি উদযাপনের দ্বিতীয় পর্বের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই আয়োজন নিয়ে সোলস ব্যান্ডের দলনেতা ও কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়ার সঙ্গে কথা বলেছেন রাসেল আজাদ বিদ্যুৎ।

সোলসের সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু হয়েছিল ২০২৩ সালে, যা এখনও চলছে। এবার ঘোষণা দিলেন ব্যান্ডের পাঁচ দশক পূর্তি উদযাপনের দ্বিতীয় পর্বের। উদযাপন এমন পর্ব-ভিত্তিক করার কারণ?

আমরা যারা সোলসের সদস্য, তারা কেউ কখনও বলিনি, ব্যান্ডের ৫০ বছর পূর্তি কয়েকটি পর্বে উদযাপন করব। গত বছর দেশে গণঅভ্যুত্থান ঘটে যাওয়ার কারণেই আমাদের ধারাবাহিক আয়োজনে বিরতি পড়েছে। তাই নতুন করে সোলসের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। যেহেতু মাঝে বিরতি পড়েছে, তাই এটিকে আমরা দ্বিতীয় পর্বের উদযাপন বলছি।

সুবর্ণজয়ন্তী উদযাপনে বিরতি না পড়লে কি সবকিছু ধারাবাহিকভাবেই চলত?

বড় কোনো অঘটন না ঘটলে নিজেদের পরিকল্পনা বদলাতাম না। খেয়াল করে দেখুন, ২০২৩ সাল থেকেই আমরা দেশে-বিদেশে ধারাবাহিকভাবে কনসার্ট করে যাচ্ছিলাম। পাশাপাশি নতুন সংগীতায়োজনে জনপ্রিয় পুরোনো গানগুলোর পাশাপাশি কিছু আনকোরা গান প্রকাশ করেছি। বলেছিলাম, সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন পুরোনো মিলিয়ে ৫০টি গান প্রকাশ করবে সোলস। সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি মাসেই গান প্রকাশ করা হচ্ছিল। সবই ঠিক ছিল, কিন্তু গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী কোটা আন্দোলন শুরুর পর থেকে বদলে যেতে শুরু করে দেশের প্রেক্ষাপট। এরপর গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতনের আগে ও পরে অনেক ঘটনার সাক্ষী হলাম আমরা। সেই ইতিহাস তো কারও অজানা নয়। সে যা-ই হোক, দেশের প্রেক্ষাপট বিবেচনা করেই শেষমেশ সুবর্ণজয়ন্তী উদযাপনের বিরতি টানতে হয়েছে। অপেক্ষায় থাকতে হয়েছে সেই সময়ের, যখন দর্শক-শ্রোতার কাছে নতুন কিছু তুলে ধরা যাবে।

দ্বিতীয় পর্বের উদযাপনে কী থাকছে?

‘মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড: ফিফটি ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ কনসার্টের ঢাকা পর্ব দিয়ে শুরু হবে আমাদের এবারের উদযাপন পর্ব। এর আগে গত ২ মে চট্টগ্রামের রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছিল এই কনসার্টের প্রথম পর্ব। সেখানে সোলসের বর্তমান সদস্যদের পাশাপাশি নকীব খান, পিলু খানসহ ব্যান্ডের পুরোনো সদস্যরা অংশ নিয়েছিলেন। যদিও সে সময় এই আনপ্লাগড আয়োজনকে কোনো পর্ব হিসেবে উল্লেখ করা হয়নি। একই রকম আয়োজন এবার ঢাকায় হচ্ছে বলে এটিকে ঢাকা পর্ব হিসেবে উল্লেখ করা হচ্ছে। এ হলো একটি আয়োজন। এর বাইরে কানাডা সফরসহ আরও বেশ কিছু আয়োজন করব। একে একে সেগুলোর ঘোষণা আসবে।

গানের প্রকাশনও কি পুনরায় শুরু হবে?

আমরা শ্রোতাদের যে কথা দিয়েছি, তা রাখার সবরকম চেষ্টা করে যাচ্ছি। ৫০টি গান প্রকাশের যে ঘোষণা দিয়েছিলাম, সেটাও পূরণ করার চেষ্টা করব। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে নিজেদের কাজ থামিয়ে রাখিনি। একের পর এক গান তৈরি করে গেছি। তাই এই আশ্বাস দিতে পারি, শিগগিরই আমাদের কালজয়ী গানের রিমেকসহ আনকোরা কিছু গানের প্রকাশনা শুরু হবে। সত্যি এটাই, গানের ভুবনের দীর্ঘ যাত্রায় সোলস কখনও থেমে থাকেনি, থাকবেও না– এই আমাদের বিশ্বাস। পাঁচ দশকে বহুবার লাইনআপ বদলেছে। নকীব খান, পিলু খান, আইয়ুব বাচ্চু, তপন চোধুরী থেকে শুরু করে অনেকে ব্যান্ড ছেড়েছেন, কেউ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। তারপরও সোলসের পথচলা থেমে যায়নি। এও আশা রাখি, আমি বা এখন যারা সোলসে আছেন, তারা না থাকলেও কেউ না কেউ এই ব্যান্ডের হাল ধরবে। সোলসের সঙ্গে পাড়ি দেবে আরও অনেকটা পথ।