মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেত্রী নাজিফা তুষি তার ধীরগতির ক্যারিয়ার এবং কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তিনি কাজের সংখ্যার চেয়ে মানের ওপর বেশি মনোযোগ দেন।
নাজিফা তুষি বলেন, তার ব্যক্তিগত জীবন এবং অভিনয় জীবন প্রায় একইরকম। তিনি কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেন না, বরং বুঝেশুনে ধীরে ধীরে পা ফেলেন। তিনি জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি গতানুগতিক প্রেমের গল্পের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, যেখানে নায়িকার চরিত্রটি নামমাত্র থাকে। তিনি বলেন, “আমি তথাকথিত বাংলা সিনেমার নায়িকা হতে চাইনি। ভালো চরিত্রের জন্য অপেক্ষা করেছি। সেই ধৈর্য ধরার ফলই হলো আমার জীবনে 'হাওয়া' সিনেমার আগমন।”
তিনি নিজেকে নায়িকা নয়, বরং অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন। তুষি বলেন, “শুরুতে আমার গ্ল্যামার দেখে বা সৌন্দর্য দেখে কেউ ডাকুক, সেটা আমি চাইনি। এই সিদ্ধান্তে আমি হয়তো হারিয়েও যেতে পারতাম। তবে আমার আত্মবিশ্বাস ছিল, কেউ মন থেকে চেষ্টা–পরিশ্রম করলে হারিয়ে যায় না।”
পেশাদার শিল্পী হিসেবে কম কাজ করা প্রসঙ্গে তুষি স্বীকার করেন যে এর ফলে তাকে আর্থিক সংকটে পড়তে হয়। তিনি বলেন, “আমি অর্থের পেছনে ছুটলে এত দিনে আমার বাড়ি–গাড়ি থাকত। আমার কাছে এটাই মনে হয়েছে, মানের ওপর মনোযোগ দিলে কোনো না কোনো দিন অর্থ আর সম্মান আসবেই।” এখন তিনি তার সেই সিদ্ধান্তের ফল পাচ্ছেন বলে জানান।
তিনি তার সৌন্দর্যের চেয়ে মানুষের কাজ, আচরণ এবং মেধার দিকে বেশি গুরুত্ব দেন। তুষি মনে করেন, একজন মানুষের বাইরের সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমি ইন্ডাস্ট্রির ছেলেদের চেয়ে মেয়েদের এগিয়ে রাখব। আমাদের দেশের মেয়েরা শিক্ষায়, পরিশ্রমে এবং সততায় ছেলেদের থেকে অনেক বেশি এগিয়ে।” তিনি তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, তাসনুভা তিশা, সাদিয়া আয়মান, মেহজাবীন চৌধুরী এবং সাবিলা নূরের মতো অভিনেত্রীদের প্রশংসা করেন।
ক্যারিয়ারে ভালো কাজ করলে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তুষি বলেন, "এ অভিজ্ঞতা হরহামেশাই হয়।" তিনি জানান, যখন 'হাওয়া' সিনেমা হিট হয়, তখন তার সহকর্মীদের অনেকেই বাজে কথা বলে তার ব্র্যান্ডিং নষ্ট করার চেষ্টা করেছে। তবে এসব ষড়যন্ত্র তিনি পাত্তা দেন না। তিনি বলেন, “কেউ যদি সৎ ও ডিসিপ্লিনড থাকে, তাহলে তাকে দমিয়ে রাখা যায় না।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তুষি জানান, ‘রইদ’ এবং ‘রঙ্গমালা’ সিনেমার কিছু কাজ বাকি আছে। পাশাপাশি তিনি আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন, যা খুব শিগগিরই মুক্তি পাবে।