উর্বশীর বিলাসবহুল জিনিসগুলো কি চোরদের পছন্দ? এবার নিশানায় ডিওর ব্যাগ!
বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা দাবি করেছেন, লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে তাঁর বিলাসবহুল ডিওরের ব্যাগ চুরি হয়েছে। উইম্বলডন থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (৩১ জুলাই) ইনস্টাগ্রামে জানান তিনি। মুম্বাই থেকে লন্ডন যাত্রার সময় এই মূল্যবান ব্যাগটি লাগেজ বেল্ট থেকে চুরি হয়ে যায় বলে দাবি করেন উর্বশী।
ঘটনাটি প্রকাশ্যে আনার সময় উর্বশী ট্যাগ করেন লন্ডন পুলিশ, এমিরেটস এয়ারওয়েজ সাপোর্ট এবং গ্যাটউইক এয়ারপোর্ট পুলিশকে। তিনি লেখেন, "এই অবিচার আর সহ্য করা যাচ্ছে না। দয়া করে আমার ব্যাগটি খুঁজে দিন।" নিজের পোস্টে অভিনেত্রী ব্যবহার করেন হ্যাশট্যাগ: #PlatinumEmiratesMember এবং #GatwickAirportPolice।
তবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মজার-মজার মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্ট সেকশন। একজন লেখেন, “উইম্বলডন থেকে ফেরার পথে ব্যাগ হারানো প্রথম ভারতীয়!” আরেকজন কটাক্ষ করে লেখেন, “তোমার লাবুবু গুলো যেন ঠিক থাকে!” কেউ আবার মজা করে লেখেন, “এর আগে আইফোন হারিয়েছিল, এবার ডিওরের ব্যাগ…”
উল্লেখ্য, উইম্বলডনে নারীদের সিঙ্গেলস ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন উর্বশী। তখন তাঁর পরনে ছিল আইভরি রঙের করসেট ডিজাইনের মিডি ড্রেস। তবে সব নজর কেড়ে নিয়েছিল তাঁর হর্মেস ব্যাগ, যেখানে ঝুলছিল চারটি ভিন্ন রঙের ‘লাবুবু’ পুতুল।
এর আগেও এমন ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে। ২০২৩ সালে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে উর্বশী তাঁর ২৪ ক্যারেট সোনার আইফোন হারিয়েছিলেন। তখনো তিনি ইনস্টাগ্রামে আহমেদাবাদ স্টেডিয়াম এবং নরেন্দ্র মোদি স্টেডিয়ামের অ্যাকাউন্ট ট্যাগ করে সাহায্য চেয়ে পোস্ট করেছিলেন।
উর্বশীর এ ধরনের একের পর এক 'বিলাসী হারানো' নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হলেও, অভিনেত্রী বিষয়টি নিয়ে বেশ সিরিয়াস। এখন দেখার বিষয়, লন্ডনের পুলিশ ও এমিরেটস কতটা দ্রুত ব্যবস্থা নেয়।