একসময় বলিউডের জনপ্রিয় নায়িকা টিউলিপ জোশি এখন সম্পূর্ণরূপে ভিন্ন একটি পেশায় নিজেকে নিয়োজিত করেছেন। যশরাজ ফিল্মস-এর ব্যানারে চলচ্চিত্রে এসেও তিনি এখন অভিনয় ছেড়ে বেছে নিয়েছেন জ্যোতিষ বিদ্যা।
টিউলিপ জোশি তার অভিনয় জীবন শুরু করেন ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ সিনেমার মাধ্যমে, যা বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এতে তিনি উদয় চোপড়া এবং জিমি শেরগিলের বিপরীতে অভিনয় করেন। কিন্তু এই সফলতার পর তার আর কোনো সিনেমা হিট হয়নি। ‘মাতৃভূমি’, ‘দিল মাঙ্গে মোর’ এবং ‘জয় হো’-এর মতো টানা তিনটি সিনেমা ফ্লপ হওয়ার পর টিউলিপ দক্ষিণী সিনেমার দিকে মনোযোগ দেন। সেখানেও তিনি কন্নড়, পাঞ্জাবি, তেলেগু ও মালায়ালাম ভাষার কিছু ছবিতে কাজ করলেও বিশেষ সাফল্য পাননি। ২০১৪ সালে সালমান খান অভিনীত ‘জয় হো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের পর তাকে আর পর্দায় দেখা যায়নি।
২০১৭ সালে গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে টিউলিপ জোশি তার স্বামী ক্যাপ্টেন বিনোদ নায়ারকে নিয়ে ‘কিমি কনসালটিং’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। বিনোদ নায়ার ভারতীয় সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা। বর্তমানে টিউলিপ একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি বৈদিক জ্যোতিষ ও জীবনধারা পরামর্শক হিসেবে কাজ করছেন।