টালিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি ছিলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর সুপারহিট ছবি ‘চ্যালেঞ্জ’-এর শ্যুটিং সেটেই তাদের প্রথম পরিচয়। সেখান থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। রিল লাইফের রোমান্স যেন বাস্তব জীবনেও ছড়িয়ে পড়ে। একসময় এমনও শোনা যাচ্ছিল যে দুজন নাকি পরিবার পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সম্পর্কের কথা—সব কিছুই এগোচ্ছিল বিয়ের দিকে।

কিন্তু বাস্তব জীবন সবসময় ছবির মতো হয় না। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কেও ফাটল ধরতে শুরু করে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘চ্যালেঞ্জ’-এর পর ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির সময় তাদের প্রেম আরও গভীর হয়। কিন্তু এরপর দেবের জীবনে আসেন আরেক তরুণী—রুক্সিনি মৈত্র, যিনি তখন মডেলিংয়ে যুক্ত ছিলেন। দেব-রুক্সিনির ঘনিষ্ঠতার কথা শুভশ্রীর কানে পৌঁছাতেই সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। অবিশ্বাস, দূরত্ব, আর মান-অভিমান জমতে জমতে একসময় যোগাযোগই বন্ধ হয়ে যায়। শেষমেশ ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘খোকা ৪২০’-ই হয়ে ওঠে তাদের শেষ একসঙ্গে করা সিনেমা।

তবে বিচ্ছেদের পরেও পেশাদারিত্বের প্রমাণ রেখে ২০১৫ সালে আবার একসঙ্গে কাজ করেন ‘ধূমকেতু’ ছবিতে। রোমান্টিক গল্পভিত্তিক এই ছবিটি নানা জটিলতায় আটকে থাকায় দীর্ঘদিন মুক্তি পায়নি। অবশেষে এক দশকের অপেক্ষার পর এই মাসেই সিনেমাটি বড় পর্দায় আসতে চলেছে।

কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’ ছবিতে দেব-শুভশ্রীর পাশাপাশি আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত, রুদ্রনীল ঘোষসহ আরও অনেকে। সব কিছু ঠিক থাকলে, এই বহু প্রতীক্ষিত সিনেমাটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

দেব-শুভশ্রীর প্রেম শেষ হয়ে গেলেও তাদের অনস্ক্রিন রসায়ন আজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তাদের গল্প, যেমন প্রেমে আবদ্ধ, তেমনই বাস্তব জীবনের বিচ্ছেদের রংও মিশে আছে সেখানে—একটা সময়ের আবেগ, যা আজও অনেকের কাছে স্মৃতিমধুর।