ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ (শনিবার)। শতাধিক সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী জীবনের ৩৬তম বছরে পা রাখলেন। জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রিয় তারকার জন্য ভালোবাসা আর শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যঘর।

তবে জন্মদিনের সবচেয়ে মিষ্টি মুহূর্তটি আসে মধ্যরাতে  তার একমাত্র ছেলে আব্রাম খান জয়-এর হাত ধরে। শুক্রবার রাতেই অপু বিশ্বাস একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়, বেগুনি রঙের আকর্ষণীয় কেকের সামনে বসে আছেন মা-ছেলে। জয় মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, “মম, হ্যাপি বার্থডে!” এই দৃশ্যেই গলে যায় ভক্তদের মন।

ভিডিওতে দেখা যায়, জয় বারবার চেষ্টা করছে কেকের মোমবাতি ফু দিয়ে নেভাতে, কিন্তু পারছে না। শেষে অপু নিজেই হেসে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে বলেন, “চলো এবার কেক কাটি!” এরপর মা-ছেলে মিলে কেক কেটে একে অপরকে খাওয়ান  মুহূর্তটি ভরে ওঠে হাসি ও ভালোবাসায়।

ভক্তদের পাশাপাশি সহশিল্পীরাও শুভেচ্ছায় ভরিয়ে দেন অপুর পোস্ট। অনেকেই লেখেন  “তুমি সব সময় এমন হাসিখুশি থাকো, এই কামনা করি।”

অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ফটোশুট, ইভেন্ট এবং সামাজিক কার্যক্রম নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই নায়িকা।

ব্যক্তিগত জীবন নিয়েও তিনি প্রায়ই থাকেন আলোচনায়। ২০০৮ সালের ১৮ এপ্রিল সহঅভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন অপু। ২০১৭ সালে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর তিনি সেই বিয়ের খবর প্রকাশ করেন। এরপর সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

সম্প্রতি আমেরিকায় এক ইভেন্টে শাকিব-অপুর একসঙ্গে উপস্থিতি আবারো আলোচনায় এনেছিল এই প্রাক্তন দম্পতিকে। তাই এবারের জন্মদিনে শাকিব খানের উপস্থিতি ছিল কি না, সেই নিয়েও ভক্তদের মধ্যে জেগেছে কৌতূহল।