চরিত্রের প্রয়োজনে নিজের চেহারায় বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত সিনেমার ইতিহাসে নতুন নয়। আন্তর্জাতিক পরিসরে এমন উদাহরণ বহুবার দেখা গেলেও বাংলাদেশের সিনেমায় তা ছিল বেশ বিরল। তবে সম্প্রতি এই বিরলতা ভাঙলেন অভিনেতা আরিফিন শুভ।

দেশের প্রেক্ষাপটে এর আগে চিত্রনায়ক মান্নাকে ‘ম্যাশিনম্যান’ সিনেমায় টাক চরিত্রে দেখা গিয়েছিল। সাম্প্রতিক সময়ে চঞ্চল চৌধুরীকে টাক শেডে দেখা গেলেও তা সিনেমার বাস্তব দৃশ্যে ছিল না। কিন্তু ‘নূর’ সিনেমায় আরিফিন শুভ মাত্র আট মিনিটের একটি দৃশ্যের জন্য অনস্ক্রিন চুল কেটে ন্যাড়া হন, যা ঢাকাই সিনেমায় নতুন সংযোজন। এই দৃশ্যটি চরিত্রের মানসিক ভাঙন ও আত্মসমর্পণকে প্রকাশ করে গল্পের একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে কাজ করেছে।

১৪ ডিসেম্বর সন্ধ্যায় আরিফিন শুভ ওই দৃশ্যের প্রায় তিন মিনিটের পর্দার পেছনের ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, এই সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া ছিল না, বরং চরিত্রের আবেগ ঠিকভাবে ফুটিয়ে তুলতেই তিনি এই পথে হাঁটেন। ভিডিওর ক্যাপশনে অভিনেতা লেখেন, "মাত্র ৮ মিনিটের দৃশ্যে ন্যাড়া মাথায় নূর। এই ছোট্ট চেষ্টার জন্য আপনারা যে ভালোবাসা ও আবেগ দেখাচ্ছেন এটাই আমাকে অনস্ক্রিন আবার নতুন কিছু করে দেখানোর সাহস দিচ্ছে।"

ভিডিও থেকে আরও জানা যায়, সিনেমার পরিচালক রায়হান রাফি শুরুতে অনস্ক্রিন ন্যাড়া হওয়ার পক্ষে ছিলেন না, কারণ এটি অভিনেতার পরবর্তী কাজের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারত। তবে চরিত্রের সত্যতা ধরে রাখতে আরিফিন শুভ নিজেই চুল ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে অভিনেতা বলেন, "আমার ছোট এই ত্যাগ যদি কোনো একজন দর্শকের হৃদয়ে নাড়া দেয়, সেটাই শিল্পী হিসেবে আমার সার্থকতা।"

রায়হান রাফির পরিচালনায় ‘নূর’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এক অদ্ভুত, টানটান ও যন্ত্রণাময় প্রেমের গল্প নিয়ে সিনেমাটি গত ১১ ডিসেম্বর বায়োস্কোপ প্লাসে মুক্তি পেয়েছে।