তন্নিষ্ঠা চ্যাটার্জি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশ করেছেন যে, “শেষ আট মাস ভীষণ কঠিন গেছে। বাবাকে ক্যানসারে হারানোই যথেষ্ট দুঃখ ছিল, তার ওপর আমাকে জানানো হলো-আমার শরীরেও চতুর্থ পর্যায়ের ক্যানসার।” তবে তিনি আরও বলেছেন, তাঁর পোস্টটি কষ্টের নয়, বরং ভালোবাসা ও শক্তির গল্প। ৭০ বছর বয়সী মা এবং ৯ বছরের মেয়ে দুজনেই তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। “সবচেয়ে অন্ধকার সময়ে আমি আবিষ্কার করেছি এক অন্যরকম ভালোবাসা, যা সব সময় পাশে থাকে, কখনো একা হতে দেয় না।”

তন্নিষ্ঠা বলেন, “বন্ধুবান্ধব এবং পরিবারের অকুণ্ঠ সমর্থনই আমাকে কঠিন দিনগুলোতে হাসিয়েছে। আজ যখন দুনিয়া ছুটছে এআই আর রোবটের দিকে, তখন আসল মানুষের সহমর্মিতাই আমাকে বাঁচিয়ে রাখছে।” তিনি শেষ করেছেন, “বন্ধুত্বকে সেলাম, যারা আমার পাশে দাঁড়িয়েছে অকুণ্ঠ ভালোবাসা, গভীর সহমর্মিতা আর অদম্য শক্তি নিয়ে। তোমরা জানো, তোমরাই সেই মানুষ—আমি অন্তহীন কৃতজ্ঞ।”

সহশিল্পীরাও তার প্রতি সমর্থন জানিয়েছেন। কঙ্কনা সেনশর্মা লিখেছেন, “তুমি অবিশ্বাস্য আর অনুপ্রেরণাদায়ী! ভালোবাসি।” দিয়া মির্জা বলেছেন, “আমরা তোমায় ভালোবাসি তান। তুমি আমাদের ওয়ারিয়ার প্রিন্সেস।” অভয় দেবল এবং সান্ধ্যা মৃদুলও তন্নিষ্ঠাকে সাহস দিয়েছেন।

আন্তর্জাতিকভাবে তন্নিষ্ঠা চ্যাটার্জি পরিচিত হন ব্রিটিশ ছবি ‘ব্রিক লেন’-এ অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ব্রিটিশ ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান। এছাড়া জার্মান অস্কারজয়ী পরিচালক ফ্লোরিয়ান গ্যালেনবার্গারের ‘শাডোজ অব টাইম’-এ তিনি প্রশান্ত নারায়ণন, ইরফান খান ও তিলোত্তমা সোমের সঙ্গে কাজ করেছেন। লীনা যাদব পরিচালিত ‘পার্চড’ ছবিটি প্রথম প্রদর্শিত হয় টরন্টো চলচ্চিত্র উৎসবে। এছাড়া অস্ট্রেলীয় রোমান্টিক কমেডি ‘আনইন্ডিয়ান’-এ সাবেক ক্রিকেটার ব্রেট লির সঙ্গে অভিনয় করেছেন।