অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন বিদ্যা সিনহা মিম। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক লুকে নজর কাড়লেন তিনি।

গত সোমবার ছিল তার জন্মদিন। সেই উপলক্ষে একটি পেজ মিমের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে, যেখানে তিনি পুথির সাজে হাজির হয়েছেন। ভিডিওতে মিমকে দেখা গেছে আবেদনময়ী লুকে চোখের চাহনি আর মিষ্টি হাসি যেন মুহূর্তেই মাতিয়ে দিয়েছে নেটিজেনদের।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “যিনি সৌন্দর্য, আবেগ আর শক্তির প্রতীক, সেই নারীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। তিনি কোটি হৃদয়ের প্রেরণা, প্রতিটি দৃশ্যে এক অপরাজেয় শক্তি।”